গত ১৪ মাসে ইসরায়েল অন্তত ৪৮ হাজার ৮৩৩ জনকে হত্যা করেছে। তারা ইরানে হামলা চালিয়েছে। লেবাননে ইরান–সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর ওপর আঘাত হেনেছে। আর এখন সিরিয়া তছনছ করছে। একই সঙ্গে ফিলিস্তিনের গাজা উপত্যকায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। সেখানে ইসরায়েলি বাহিনী জাতিগত নিধনে জড়িয়েছে বলে অভিযোগ এনেছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা।
এ বিপুলসংখ্যক মানুষের মৃত্যু নিয়ে কোনো অনুতাপ নেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর; বরং ‘মধ্যপ্রাচ্যের রূপ বদলে দেওয়ার’ যে কথা তিনি বলেছেন, তা ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রকাশ করা হচ্ছে। বুধবার ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্টের এক মতামতে স্পষ্টভাবে বলা হয়েছে, গত বছরে মধ্যপ্রাচ্যে ইসরায়েল যে স্থিতিশীলতা এনেছে, তা দশকের পর দশক ধরে চেষ্টা করেও জাতিসংঘের সংস্থাগুলো ও পশ্চিমা কূটনীতিকেরা আনতে পারেননি।
বাশারের পতনের পর নতুনভাবে স্বাধীন সিরিয়ায় ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে মিসর, ফ্রান্স, ইরান, ইরাক, কাতার, রাশিয়া, সৌদি আরবসহ বিভিন্ন দেশ। ২২ সদস্য দেশের জোট আরব লিগও এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, সিরিয়ার অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলোর সুযোগ নিচ্ছে ইসরায়েল।