Homeদেশের গণমাধ্যমেনিখোঁজের তিন দিন পর আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

নিখোঁজের তিন দিন পর আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার


চট্টগ্রামের মীরসরাইয়ে নিখোঁজের তিন দিন পর আবু তাহের ভূঁইয়া (৫২) নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে মীরসরাই সদর ইউনিয়নের একটি ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে থানা পুলিশ।

জানা গেছে, ২২ অক্টোবর বিকালে বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হয়ে আবু তাহের আর ফেরেননি। পরে তার স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে ২৩ অক্টোবর মীরসরাই থানায় সাধারণ ডায়েরি (নং ১০৬০) করেন। নিহত আবু তাহের ওই এলাকার মৃত মজিবুল হকের ছেলে। তিনি দীর্ঘদিন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।

নিহতের ভাতিজা মেহেদী হাসান বলেন, ‘৫ আগস্টের পর থেকে পাশের এলাকার এক ব্যক্তি চাচাকে হুমকি দিয়ে আসছিল। গত তিন দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের পর তার মোবাইল নম্বর ট্র্যাক করলে জাফরাবাদ গুচ্ছ গ্রাম এলাকা দেখায়। শুক্রবার সকালে গ্রামের শিশুরা পাটি বেত ক্ষেতে মরদেহ দেখে। আমরা ঘটনাস্থলে গিয়ে চাচার লাশ শনাক্ত করি। মীরসরাই থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। আমার চাচাকে পরিকল্পিতভাবে গুম করে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যার বিচার চাই।’

মীরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আজিজুল হাকিম জানান, জামালের দোকান এলাকা থেকে নিখোঁজ আবু তাহের ভূঁইয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার ভাই রিদোয়ান বাদী হয়ে লিখিত একটি এজাহার দিয়েছেন। সুরতহালে লাশের শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত