Homeদেশের গণমাধ্যমেনাশকতার মামলা : মেজর হাফিজ ও আলতাফ চৌধুরীসহ খালাস ৮৪ জন

নাশকতার মামলা : মেজর হাফিজ ও আলতাফ চৌধুরীসহ খালাস ৮৪ জন


নাশকতার পৃথক তিন মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও দলটির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীসহ বিএনপি ও জামায়াতের ৮৪ নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত।

সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী আনিসুর রহমান জানান, খালাস প্রাপ্তদের মধ্যে গুলশান থানার মামলায় হাফিজ উদ্দিন আহমেদ ও আলতাফ চৌধুরীসহ ১০ জন, কাফরুল থানার মামলায় ছয়জন এবং যাত্রাবাড়ী থানার মামলায় ৬৮ জন আসামি ছিলেন।

গুলশান থানার মামলাটির অভিযোগে থেকে জানা যায়, ২০১১ সালের ৬ জুন রাতে হরতালের সমর্থনে একদল নাশকতাকারী একটি বাসে আগুন দেয়। এ ঘটনায় বাস মালিক বোরহান উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলাটি করেন। আগুনে বাসটির ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়। তদন্ত শেষে ২০১৪ সালের ৩০ জুন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান আকন্দ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে হাফিজ উদ্দিন আহমেদ এবং আলতাফ চৌধুরীসহ ১০ জনকে আসামি করা হয়। পরে ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু করেন আদালত। বিচার চলাকালে আদালত দুজনের সাক্ষ্য গ্রহণ করেন। মামলায় আসামিদের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত