Homeদেশের গণমাধ্যমেনারী বিশ্বকাপ বাছাইপর্বের আম্পায়ারিংয়ে থাকছেন জেসি-মুকুল

নারী বিশ্বকাপ বাছাইপর্বের আম্পায়ারিংয়ে থাকছেন জেসি-মুকুল


পাকিস্তানে অনুষ্ঠিতব্য নারীদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে আম্পায়ারিংয়ে নতুন দিগন্তে পা রাখতে যাচ্ছেন বাংলাদেশের দুই আম্পায়ার—মাসুদুর রহমান মুকুল এবং সাথিরা জাকির জেসি। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত মুখ মুকুলের সঙ্গে প্রথমবারের মতো আইসিসির ইভেন্টে সুযোগ পেয়েছেন জেসি।

নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বকে সামনে রেখে ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানে বাংলাদেশের গর্ব হিসেবে যুক্ত হয়েছে দুইজন আম্পায়ারের নাম—মাসুদুর রহমান মুকুল এবং সাথিরা জাকির জেসি।

পাকিস্তানের মাটিতে আগামী ৯ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় ৬টি দল অংশ নেবে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে শীর্ষ দুই দল পাবে বিশ্বকাপের মূলপর্বের টিকিট। আর এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে মাঠের বিচারকের ভূমিকায় থাকবেন মুকুল ও জেসি।

মাসুদুর রহমান মুকুল এর আগেও আইসিসির বিভিন্ন ইভেন্টে নিয়মিত দায়িত্ব পালন করেছেন। ২০২০ এবং ২০২৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তার আম্পায়ারিং দক্ষতা সবার নজর কেড়েছে। তবে সাথিরা জাকির জেসির জন্য এটি হবে প্রথম আইসিসি ইভেন্ট। এর আগে নারীদের এশিয়া কাপে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা থাকলেও, বিশ্বমঞ্চে তার উপস্থিতি এবারই প্রথম।

এই টুর্নামেন্টে পাকিস্তানের পক্ষ থেকে দায়িত্ব পালন করবেন দুইজন আম্পায়ার—ফয়সাল খান আফ্রিদি এবং সালিমা ইমতিয়াজ। ২০২৪ সালে আইসিসির ডেভেলপমেন্ট আম্পায়ারদের আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হয়ে প্রথম নারী আম্পায়ার হিসেবে ইতিহাস গড়েন সালিমা। এবার নারী বিশ্বকাপ বাছাইপর্বেও তার নাম যুক্ত হয়েছে।

আইসিসি ঘোষিত তালিকায় তিনজন ম্যাচ রেফারি রয়েছেন—আলি নাকভি (পাকিস্তান), শান্দ্রে ফ্রিটজ (দক্ষিণ আফ্রিকা) এবং ট্রুডি অ্যান্ডারসন (নিউজিল্যান্ড)। এছাড়া আম্পায়ার হিসেবে থাকছেন বাবস গকুমা (দক্ষিণ আফ্রিকা), ক্যান্ডেস লা বোর্ডে (ওয়েস্ট ইন্ডিজ), দেদুনু ডি সিলভা (শ্রীলঙ্কা), ডোনোভান কচ (অস্ট্রেলিয়া), সারাহ ডামবানেভানা (জিম্বাবুয়ে) এবং শন হেইগ (নিউজিল্যান্ড)।

বিশ্বকাপের টিকিট পাওয়ার জন্য লড়াই হবে রোমাঞ্চকর। আর সেই লড়াইয়ের ন্যায়বিচার নিশ্চিত করবেন মাঠের এই দক্ষ আম্পায়াররা। বাংলাদেশের দুইজন আম্পায়ারের এই অর্জন নিঃসন্দেহে দেশের ক্রীড়াঙ্গনে গর্বের অধ্যায় হিসেবে যুক্ত হলো।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত