Homeদেশের গণমাধ্যমেনায়ক থেকে গায়ক সিয়াম, সঙ্গী হিমি

নায়ক থেকে গায়ক সিয়াম, সঙ্গী হিমি


প্রকাশিত: ২১:৫৩, ১৯ মার্চ ২০২৫  
আপডেট: ২১:৫৫, ১৯ মার্চ ২০২৫

সিয়াম আহমেদ, হিমি


প্রথমবার গান গাইলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র জন্য তৈরি এই গানে তার সঙ্গী হয়েছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। এরই মধ্যে দ্বৈত কণ্ঠের এই গানের রেকর্ডিং এবং দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

নায়ক থেকে গায়ক হওয়ার কারণ ব্যাখ্যা করে সিয়াম আহমেদ বলেন, “হানিফ সংকেত ও কবির বকুল ভাই যদি আমাকে তাগাদা না দিতেন, আমি জীবনে কোনো দিন গান গাইতাম না। আমি গানের মানুষ না। আমি ভালো গান গাই না। তারপরও তারা দুজন বলেছেন, ‘এটা তোমার দর্শকদের জন্য ঈদ উপহার।’ তাই গানটা গেয়েছি।”

সিয়াম-হিমির গাওয়া গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সংগীতশিল্পী ইমরান। এ শিল্পীর সঙ্গে সিয়ামের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এসব তথ্য উল্লেখ করে সিয়াম আহমেদ বলেন, “এত মেলোডিয়াস একটা সুর করেছে, আমার মনে হয় না অন্য কেউ হলে এর চেয়ে ভালো কিছু করতেন। গানটা ফিল্মি, সুন্দর। গানের মেলোডি তো মানুষের মাথায় থেকে যায়। এত সহজ কথা, খুব সহজে মনের সব অনুভূতি বলে দিচ্ছে— গানটা শুনলে তা বোঝা যায়।”

দর্শক-শ্রোতাদের প্রতি আহ্বান জানিয়ে সিয়াম আহমেদ বলেন, “আমি মোটেও পেশাদার গায়ক নই, গানটা শোনার সময় সবাইকে বিষয়টা মাথায় রাখলেই হবে। পরিবারেরই কেউ গানটি গাইছে— এটা ভেবে নিলে চলবে। এটা ভেবে নিলেই আমি হয়তো পার পেয়ে যাব।”

হিমি নাটকের মানুষ হলেও ছোটবেলা থেকে ছায়ানটে নজরুলসংগীতে তালিম নিয়েছেন। বরেণ্য সংগীতশিল্পী ফেরদৌস আরার কাছেও গানের তালিম নেন। তবে হাতেখড়ি হয় সাধনা মিত্রের কাছে।

প্রতিবারের মতো ঈদের পরের দিন রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে প্রচার হবে ‘ইত্যাদি’। বরাবরের মতো এবারের পর্ব রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। পৃষ্ঠপোষকতায় রয়েছে ফাগুন অডিও ভিশন।

ঢাকা/শান্ত





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত