বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে নারীদের নিয়ে সর্বপ্রথম ‘নারী কর্মী সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহের নান্দাইল উপজেলায়।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের নান্দাইলে এই নারী সমাবেশের আয়োজন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মো. মামুন বিন আব্দুল মান্নান।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মামুন বি আব্দুল মান্নান বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার বিগত ১৬ বছরে দেশের রাষ্ট্র কাঠামোগুলোকে ধ্বংস করেছে। এ বিধ্বস্ত বাংলাদেশকে মেরামত করে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। রাষ্ট্র মেরামতে আমাদের নেতা তারেক রহমান দুই বছর পূর্বে ৩১ দফা ষোষণা করেছেন। এর মধ্যেই রাষ্ট্র সংস্কারের মূল বিষয়গুলো উপস্থাপিত হয়েছে। এই ৩১ দফা দেশের মানুষের মুক্তির সনদ।
মামুন বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের এই রুপরেখা বাস্তবায়ন হলে দেশ উন্নয়ন ও অগ্রগতির দিকে এগিয়ে যাবে। সাধারণ মানুষের স্বপ্ন পূরণ হবে। বিএনপি ক্ষমতায় এলে জনগণকে সঙ্গে নিয়ে ৩১ দফা বাস্তবায়ন করবে। এসব দফার রূপরেখার মাধ্যমে আমরা রাষ্ট্র সংস্কার ও মেরামত করে একটি সুন্দর সমাজ ও সুন্দর বাংলাদেশ গড়তে পারব। সেই সুন্দর সমাজ ও বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদেরকে মানুষের কাছে যেতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে।