Homeদেশের গণমাধ্যমেনাটোরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নাটোরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড


নাটোরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে শাহজামাল নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহজামাল একই এলাকার তসলিম উদ্দিনের ছেলে। ভিকটিম শিউলি খাতুন গুরুদাসপুর উপজেলার দুর্গাপুর বাবলাতলা গ্রামের নজরুল ইসলামের মেয়ে।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল কাদের মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৯ সালে গুরুদাসপুর উপজেলার দুর্গাপুর বাবলাতলা গ্রামের তসলিম উদ্দিনের ছেলে শাহজামাল একই গ্রামের নজরুল ইসলামের মেয়ে শিউলি খাতুনকে ভালোবেসে বিয়ে করেন। প্রথম দিকে মেনে না নিলেও ২০ হাজার টাকা যৌতুক দেওয়ার শর্তে শিউলিকে ঘরে তুলে নেন শ্বশুর তসলিম উদ্দিন। পরে শিউলির বাবা ১৫ হাজার টাকা পরিশোধ করে। বাকি ৫ হাজার টাকা পরিশোধ না করায় প্রায়ই শিউলিকে নির্যাতন করত স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন।

২০১১ সালের ১ জানুয়ারি রাতে শিউলির স্বামী শাহজামাল স্ত্রী শিউলিকে শ্বাসরোধ করে হত্যা করে পরিবারের সবাই পালিয়ে যায়। পরেরদিন শিউলির বাবা নজরুল ইসলাম বাদী হয়ে শাহজামাল, তার বাবা তসলিম উদ্দিন এবং মা সামনুর বেগমকে আসামি করে হত্যা মামলা করে।

অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া বলেন, মামলার সাক্ষ্যগ্রহণ এবং শুনানি শেষে ১৩ বছর পর প্রধান আসামি শাহজামালের উপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা ভিকটিম শিউলির বাবা-মাকে প্রদানের নির্দেশ দিয়েছেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত