অধিনায়ক হয়েছেন আট মাসও হয়নি। এরই মধ্যে কি অধিনায়কত্বের বোঝা অসহনীয় হয়ে উঠেছে নাজমুল হোসেনের কাছে? প্রশ্নটা ওঠার কারণ, ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের খবর অনুযায়ী, এরই মধ্যে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন নাজমুল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তা জানিয়েও দিয়েছেন।
কী জানিয়েছেন? দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি টেস্ট সিরিজ শেষে তিনি আর বাংলাদেশ দলের অধিনায়ক থাকতে চান না। বিসিবির শীর্ষস্থানীয় এক কর্মকর্তা ক্রিকবাজের কাছে এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘হ্যাঁ, দক্ষিণ আফ্রিকা সিরিজের পর তিনি আর দলকে নেতৃত্ব দিতে চান না বলে জানিয়েছেন।’
নাজমুল নিজেও এই সিদ্ধান্তের কথা স্বীকার করেছেন। ক্রিকবাজকে তিনি বলেছেন, ’দেখা যাক কী হয়, কারণ এখনো (বোর্ড) সভাপতির কাছ থেকে কোনো কিছু শুনিনি।’