নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৪:০৯, ২১ জানুয়ারি ২০২৫
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে আবদুল হামিদ খান (৪০) নামের একজন শিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ৮টার দিকে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচরের গেটবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল হামিদ খান সদর উপজেলার চরাঞ্চল নজরপুর ইউনিয়নের ছগরিয়াপাড়া গ্রামের হারুন অর রশিদ খানের ছেলে। তিনি নরসিংদীর বিভিন্ন এলাকার বাসা বাড়িতে ছাত্র-ছাত্রীদের টিউশনি করাতেন।
নিহতের স্বজন ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালের দিকে স্থানীয় মাদ্রাসার অধ্যক্ষের সঙ্গে নাশতা শেষে বাদুয়ারচর এলাকার একটি বাসায় টিউশনি করাতে যাচ্ছিলেন হামিদ খান। ৮টার দিকে হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর গ্রামের গেটবাজার এলাকায় অসতর্কভাবে রেললাইনে হাঁটার সময় এই দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ওই ট্রেনেই তার মাথা কাটা পড়ে এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা নরসিংদী রেলওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করেন।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. জহিরুল ইসলাম জানান, চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনে কাটা পড়ে আবদুল হামিদ খান নামের এক শিক্ষক নিহত হয়েছেন। তার পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তরের কাজ চলছে।
ঢাকা/হৃদয়/ইমন