Homeদেশের গণমাধ্যমেনরসিংদীতে ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

নরসিংদীতে ট্রাকচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত


নরসিংদীর শিবপুরে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক-যাত্রীসহ ছয় জন নিহত হয়েছেন।

শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১টায় মনোহরদী-শিবপুর আঞ্চলিক সড়কে শিবপুর উপজেলার পচারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে চার জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মনোহরদী উপজেলার মারুফা (২৩), শিবপুরের বৈলাব এলাকার আবু বক্কর সিদ্দিক (৪০), শিবপুরের সাতপাড়া এলাকার সিএনজি চালক শাহিন (৩৫) এবং রায়পুরার মির্জারচর এলাকার মোস্তফা (৪৮)। আবু বক্কর সিদ্দিক নরসিংদী সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, নরসিংদীর মনোহরদী থেকে পাঁচ যাত্রী নিয়ে ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক সড়ক ধরে শিবপুরের ইটাখোলার দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। সেটি শিবপুরের চক্রধা ইউনিয়নের পচারবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মনোহরদীগামী সিমেন্টবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সিএসজি অটোরিকশা চালক ও পাঁচ যাত্রী। পরে, স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে ছয় জনের মরদেহ উদ্ধার করে। 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত