নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:৫৬, ১৯ জানুয়ারি ২০২৫
দুর্ঘটনাকবলিত অটোরিকশা
নরসিংদীতে রায়পুরা উপজেলার অরক্ষিত রেলক্রসিং পারাপারের সময় অটোরিকশায় ট্রেন ধাক্কা দিলে দুইজন নিহত হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) রাতে আমিরগঞ্জ হাসনাবাদ রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন, উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের কৃষকদল নেতা আব্দুল মান্নান (৫০) ও একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল নেতা বাচ্চু মিয়া (৫০)। ঘটনার সময় তারা অটোরিকশায় বসা ছিলেন। তারা পরস্পরের বন্ধু ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, অটোরিকশাটি রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়। এতে অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে দুজন মারা যায়। অটোরিকশায় আর যাত্রী ছিল না।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার জানান, লাশ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে নেওয়া হয়েছে।
ঢাকা/হৃদয়/বকুল