Homeদেশের গণমাধ্যমেনববর্ষে যে পণ্যটি বেশি অর্ডার করছে ভারতীয়রা

নববর্ষে যে পণ্যটি বেশি অর্ডার করছে ভারতীয়রা


বিশ্বের অন্যান্য দেশের মতো ইংরেজি নববর্ষ ২০২৫ উদ্‌যাপনে মাতোয়ারা ভারতীয়রা। দেশটিতে নববর্ষের রাতে বেড়েছে অনলাইনে পণ্য অর্ডারের হার। ভারতীয়রা গভীর রাতেও নানা পণ্য অর্ডার করেছেন। এর মধ্যে অন্যতম ছিল- আঙুর, চিপস, কনডম, কেক ও কোকের মতো পণ্য।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়- ইন্সটামার্ট, ব্লিঙ্কিট, বিগবাস্কেট এবং অন্যান্য ই-কমার্স সাইটে ভারতীয়রা ব্যাপক অর্ডার করেছেন। পণ্য অর্ডারে তাদের কোনো সংকোচ ছিল না। গভীর রাতেও ডেলিভারি ম্যান কনডম গ্রাহকের কাছে পৌঁছে দিয়েছেন।

ডেলিভারি স্টার্টআপগুলো তাদের গ্রাহকদের অর্ডারের পরিসংখ্যান লাইভ-পোস্ট করেছে। তাতে আঙুর থেকে কনডম, চিপসের প্যাকেট থেকে হাতকড়া, কোক থেকে কেক কিছুই বাদ যায়নি। নতুন বছর উদযাপন উপলক্ষে তাদের পার্টির জন্য এসব পণ্য অর্ডার করেন গ্রাহকরা।

ব্লিঙ্কিটের সহপ্রতিষ্ঠাতা আলবিন্দর ধিন্ডসা এক্স-এ এক পোস্টে জানান, পার্টির প্রধান খাবার যেমন চিপস, কোক ছিল সন্ধ্যার অর্ডারের শীর্ষে। তার ডেলিভারি এক্সিকিউটিভরা ৩১ ডিসেম্বর রাত ৮টার মধ্যে আলুর চিপস প্রায় আড়াই লাখ প্যাকেট এবং ৬ হাজার ৮৩৪ প্যাকেট আইস কিউব গ্রাহকের কাছে পৌঁছে দিয়েছে।

তিনি জানান, বিক্রির অন্যতম শীর্ষে ছিল কনডম। চকলেট ফ্লেভারের ৩৯ শতাংশ কনডম বিক্রি হয়েছে। এ ছাড়া ৩১ শতাংশে স্ট্রবেরি এবং ১৯ শতাংশে বাবলগাম ফ্লেভারের কনডম বিক্রি হয়।

ধিন্ডসা বিস্ময় প্রকাশ করে বলেন, বছরের শেষ দিনে আঙুর অর্ডার ছিল বিস্ময়কর। আজ হঠাৎ করে আঙুরের এত চাহিদা কেন? এটা সকাল থেকে প্ল্যাটফর্মে সর্বোচ্চ অর্ডার করা আইটেমগুলোর মধ্যে একটি।

অন্যান্য অনলাইন বিক্রয় প্রতিষ্ঠানও এ ধরনের তথ্য জানিয়েছে। তবে বিগবাস্কেটের তথ্যে আরও কিছু পণ্যের খোঁজ মিলে। কোম্পানিটি জানায়, নন-অ্যালকোহলযুক্ত পানীয়ের বিক্রি ৫৫২ শতাংশ এবং ডিসপোজেবল কাপ এবং প্লেটের বিক্রি ৩২৫ শতাংশ বেড়েছে। তেমনি অ্যালকোহলযুক্ত পানীয় বিক্রিও ২০০ শতাংশ বেড়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত