বিরতির পর তিন মিনিটের মধ্যে দুই গোল করে ওয়েস্ট হামের ফেরার দরজা বন্ধ করে দেয় সিটি। ৫৫ মিনিটে হলান্ডের দ্বিতীয় গোলের ৩ মিনিট পর লক্ষ্য ভেদ করেন ফিল ফোডেনও, অর্থাৎ ৫৮ মিনিটের মধ্যেই সিটি এগিয়ে যায় ৪-০ গোলে।
৭১ মিনিটে ওয়েস্ট হামের হয়ে এক গোল শোধ করেন নিকোলাস ফুলক্রুগ। এই গোল অবশ্য শুধু হারের ব্যবধানটাই কমিয়েছে। ঘরের মাঠে পাওয়া এ জয়ের পর ২০ ম্যাচে ১০ জয়, ৪ ড্র ও ৬ হারে পয়েন্ট তালিকার ৬ নম্বরে থাকল সিটি।