নড়াইল সদর উপজেলায় সংরক্ষিত ওয়ার্ডের এক ইউপি সদস্যকে দলবদ্ধ ধর্ষণের পর বিষপ্রয়োগে হত্যার অভিযোগে মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে নড়াইল সদর থানায় চারজনকে আসামি করে মামলাটি করেন নিহত নারীর ছেলে।
আসামিরা হলেন নড়াইল সদর উপজেলার ওসমান মোল্যার ছেলে ফারুক মোল্যা (৫০), আইয়ুব আলীর ছেলে রজিবুল মোল্যা (৩০), সাত্তার মোল্যার ছেলে চঞ্চল মোল্যা ও শহিদ মোল্যার ছেলে শফিকুল ইসলাম। এ ছাড়া মামলায় অজ্ঞাত আসামি আছেন এক থেকে দুজন। এর মধ্যে প্রধান আসামি ফারুক মোল্যাকে গতকাল ভোরে মাগুরার শালিখা উপজেলার হরিশপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নড়াইল সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ইউপি সদস্যকে দলবদ্ধ ধর্ষণ ও বিষপ্রয়োগে হত্যার অভিযোগে তাঁর ছেলে বাদী হয়ে একটি মামলা করেছেন। ইতিমধ্যে আমরা একজনকে গ্রেপ্তার করেছি। তদন্ত সাপেক্ষে এর সঙ্গে জড়িত বাকি সবাইকে গ্রেপ্তার করা হবে।’