জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় র্যাগিংয়ের অভিযোগে সমাজ বিজ্ঞান বিভাগের ১৩ শিক্ষার্থীকে শোকজ করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন, আশরাফ সিদ্দিকী, শারজিল হাসান আকন্দ, শায়েরি সিদ্দিকা নিঝুম, মোহাম্মদ মাসুম বিল্লাহ, মোহাম্মদ ইমরান হোসেন, মোসা. নুসরাত জাহান ডানা, লিজা তালুকদার, ইফফাত মুসতারি পুনম, তামান্না আক্তার, অর্পিতা রায় পায়েল, মারুফ আহমেদ, রাইসা ইসলাম জিম ও তাসমিয়া আনজুম ফারিহা।
এ বিষয়ে সমাজ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মাসুদুর রহমান বলেন, বিভাগ থেকে ইতোমধ্যে অভিযুক্তদের ঘটনার কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
গত মঙ্গলবার চিকনাই মনোহড় নামক এলাকায় একটি দোকানের পাশে ১৮ ব্যাচের শিক্ষার্থীদের ম্যানার শেখানোর জন্য নিয়ে প্রায় ৪ ঘণ্টা ধরে নির্যাতন করা হয়। এসময় তিন শিক্ষার্থী অসুস্থ হলেও থামেনি তাদের ম্যানার শেখানোর কার্যক্রম।
আরএইচ/জিকেএস