পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে, গত ৩০ ডিসেম্বর রাতের যেকোনো সময় অজ্ঞতানামা দুষ্কৃতকারীরা কামালকে গলা কেটে হত্যা করে। পরে লাশ গুম করার জন্য মাটি চাপা দিয়ে রাখে।
ফরিদপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আসাদুজ্জামান বলেন, কামালের লাশ ময়নাতদন্তের জন্য আজ রোববার সকালে ফরিদপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে নগরকান্দা থানায় একটি হত্যা মামলা করার প্রস্তুতি চলছে। তিনি বলেন, হত্যার পেছনের কারণ খোঁজার চেষ্টা করছে পুলিশ। যে বা যারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।