Homeদেশের গণমাধ্যমেধোনির অধিনায়কত্বেও ভাগ্য বদলালো না চেন্নাইর

ধোনির অধিনায়কত্বেও ভাগ্য বদলালো না চেন্নাইর


আইপিএলের এবারের আসর জয় দিয়ে শুরু করেছিল চেন্নাই সুপার কিংস। মুম্বাই ইন্ডিয়ান্সকে তারা হারিয়েছিল ৪ উইকেটে। এরপর তারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের কাছে হার মানে।

টানা চার ম্যাচ হারা চেন্নাই বৃহস্পতিবার তাদের অধিনায়কত্বে বদল আনে। রুতুরাজ গায়কোয়াড়ের পরিবর্তে অধিনায়কত্ব দেওয়া হয় সেই পুরনো মাহেন্দ্র সিং ধোনিকে। তার নেতৃত্বে আজ শুক্রবার ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয় চেন্নাই। অধিনায়ক বদলালেও ভাগ্য বদলায়নি হলুদ রঙের জার্সিধারীদের। আজ তারা হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানে। যা ষষ্ঠ ম্যাচে তাদের টানা পঞ্চম হার।

এই হারে ৬ ম্যাচ থেকে মাত্র ২ পয়েন্ট সংগ্রহ করে দশ দলের মধ্যে চেন্নাই আছে পয়েন্ট টেবিলের নবম স্থানে। আর ষষ্ঠ ম্যাচে তৃতীয় জয় তুলে নিয়ে কলকাতা অবস্থান নিয়েছে তৃতীয় স্থানে।

আগে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে চেন্নাই। ২০ ওভারে তারা ৯ উইকেট হারিয়ে ১০৩ রান করে। জবাবে ১০.১ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ১০৭ রান তুলে জয় নিশ্চিত করে কেকেআর।

চেন্নাইর মাত্র চারজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে শিভাম দুবে ৩ চারে সর্বোচ্চ ৩১ রান করেন। বিজয় শঙ্কর ২ চার ও ১ ছক্কায় করেন ২৯ রান। এছাড়া রাহুল ত্রিপাঠি ১৬ ও ডেভন কনওয়ে করেন ১২ রান।

বল হাতে কলকাতার সুনীল নারিন ৪ ওভারে ১৩ রান দিয়ে ৩টি উইকেট নেন। হরষিত রানা ৪ ওভারে ১৬ রান দিয়ে ২টি ও বরুণ চক্রবর্তী ৪ ওভারে ২২ রান দিয়ে নেন ২টি উইকেট।

মামুলি টার্গেট তাড়া করতে নেমে ৪ ওভারেই ৪৬ রান তুলে ফেলে কলকাতা। এই রানে আউট হন কুইন্টন ডি কক। তিনি ১৬ বলে ৩ ছক্কায় ২৩ রান করেন। ৮৫ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় কেকেআর। এবার নারিন ফিরেন ১৮ বলে ২ চার ও ৫ ছক্কায় ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলে। তার স্ট্রাইক রেট ছিল ২৪৪.৪৪।

এরপর আজিঙ্কা রাহানে অপরাজিত ২০ ও রিংকু সিং অপরাজিত ১৫ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

কলকাতার দুটি উইকেটের একটি নেন অনশুল কামবোজি। অপরটি নেন নুর আহমদ।

বল হাতে ৩ উইকেট ও ব্যাট হাতে ৪৪ রানের ইনিংস খেলে অবধারিতভাবে ম্যাচসেরা হন কেকেআরের নারিন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত