Homeদেশের গণমাধ্যমেধামরাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত



সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫২, ৩ জানুয়ারি ২০২৫  
আপডেট: ২২:০০, ৩ জানুয়ারি ২০২৫


ঢাকার ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় মোহন মিয়া (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সোহেল রানা নামের আরেকজন।

শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের কসমস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহন মিয়া ও আহত সোহেল রানা মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার রওহা এলাকার বাসিন্দা ও সম্পর্কে মামা-ভাগ্নে।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা বলেন, ‘‘গতকাল মোহন মিয়ার মেয়ের বিয়ে হয় সাভারে। আজ মেয়েকে নিয়ে সাভার থেকে মানিকগঞ্জ ফিরছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসছিলেন মামা-ভাগ্নে। কসমস এলাকায় পৌঁছালে তাদের বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই মোহন মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় সোহেল রানাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’’

ঢাকা/সাব্বির/রাজীব





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত