Homeদেশের গণমাধ্যমেধর্ষণের প্রতিবাদে আসাদ গেটে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ধর্ষণের প্রতিবাদে আসাদ গেটে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ


দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদে ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আসাদ গেটে সড়ক অবরোধ করেছেন কিছু শিক্ষার্থী ও জনতা। এসময় রাস্তার দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আসাদ গেট এলাকায় যানজটের সৃষ্টি হয়।  

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাস্তা অবরোধ করেন কিছু শিক্ষার্থীরা ও জনতা। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর জোনের পুলিশের ট্রাফিক সার্জেন্ট তৌহিদুর রহমান।

তিনি জানান, আসাদ গেট এলাকায় রাস্তা বন্ধ করে কিছু শিক্ষার্থী বিক্ষোভ করছে। এজন্য আশেপাশের কিছু পয়েন্টে যানবাহন চলাচল সীমিত রয়েছে।

এর আগে রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ইডেন কলেজের বকুলতলায় সারা দেশে অব্যাহত ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদে এবং নারী-শিশুসহ সব মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ইডেন কলেজে শিক্ষার্থীরা। এছাড়া তিতুমীর কলেজের শিক্ষার্থীও সারা দেশে অব্যাহত ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত