বিক্ষোভ সমাবেশে কণ্ঠশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান বলেন, ‘আমাদের সমাজে কোনো মেয়ে যখন ধর্ষণের শিকার হয়, সামাজিকভাবে তার জীবনটা তছনছ হয়ে যায়। প্রথমত, সে একটা অপরাধের শিকার হয়, দ্বিতীয়ত, সে সামাজিকভাবে ঘৃণিত হয়। আর যারা ধর্ষণ করে, সেদিকে আমরা উল্টো চিত্র দেখে থাকি।’ শুধু রাষ্ট্রীয়ভাবে এটাকে বন্ধ করা সম্ভব নয়, সামাজিকভাবেও এটিতে প্রতিহত করার ওপর জোর দেন তিনি। এই শিল্পী বলেন, ধর্ষণের বিষয়ে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। ধর্ষক যেই হোক, তাকে শাস্তির আওতায় আনতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নোমান আহমেদ চৌধুরী বলেন, ‘ধর্ষণ শুধু একটি অপরাধ নয়, এটি একটি সামাজিক ব্যাধি। ধর্ষণের সঙ্গে ক্ষমতাকাঠামোর সম্পর্ক রয়েছে। ধর্ষক সর্বদাই ক্ষমতাকাঠামোর আশ্রয়ে–প্রশ্রয়ে এই কাজগুলো করে যায়।’