টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলাদেশ দলে একটি পরিবর্তনের কথা জানিয়েছেন অধিনায়ক লিটন দাস। আফিফ হোসেনের জায়গায় দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ।
ওয়েস্ট ইন্ডিজ দলে কোনো পরিবর্তন নেই।
আর্নস ভেল গ্রাউন্ডে এ পর্যন্ত ৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি অনুষ্ঠিত হয়েছে। আগে ব্যাট করা ৭বারই জিতেছে। আগে ব্যাট করে হারের নজির একবারই। ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজ হেরেছিল পাকিস্তানে বিপক্ষে।