প্রধান উপদেষ্টা এই ওয়েটিং লাউঞ্জকে কীভাবে আরও আরামদায়ক ও স্বস্তিদায়ক করা যায়, সে জন্য প্রবাসীদের স্বজনদের মতামত ও পরামর্শ দেওয়ার আহ্বান জানান।
বিমানবন্দরের মাল্টিলেভেল কার পার্কিং এলাকার দ্বিতীয় তলায় এই প্রশস্ত ও আরামদায়ক ওয়েটিং লাউঞ্জের ব্যবস্থা করা হয়েছে। নতুন লাউঞ্জটিতে নির্ধারিত অপেক্ষাকক্ষ, বেবি কেয়ার কক্ষ, নারী-পুরুষের জন্য নামাজের স্থান এবং সুলভ মূল্যের ক্যাফেটেরিয়ার ব্যবস্থা করা হয়েছে। এই উদ্যোগ সব প্রবাসী নাগরিক ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য নিবেদিত।