আয়োজনে জামাল নজরুল ইসলাম স্মারক বক্তৃতায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান ও বুয়েটের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক তারিক আরাফাত।
কামরুল হাসান বলেন, ইতিহাসের দিকে তাকালে বোঝা যায়, অনেক ছোট ছোট দেশেও বড় বিজ্ঞানী জন্মাতে পারেন। তেমনই বাংলাদেশে জন্মেছেন বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলো, বিগত সরকারগুলো তাঁকে যথাযথভাবে কাজে লাগাতে পারেনি। তিনি রাষ্ট্রীয় সহায়তা পাননি।
অধ্যাপক জামাল নজরুল ইসলাম বিদেশে ভালো জায়গায় থাকতে পারতেন উল্লেখ করে কামরুল হাসান বলেন, ভালো সুযোগ থাকা সত্ত্বেও অধ্যাপক জামাল নজরুল ইসলাম সবকিছু ছেড়ে মাতৃভূমির টানে তিনি ফিরে এলেন। কিন্তু তাঁকে কাজে লাগানো গেল না কেন। এর কারণ হলো, দূরদৃষ্টিসম্পন্ন নেতার অভাব।
আয়োজনে ‘হাইলাইটেড রিসার্চ টক’ অধিবেশনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক এস এম আবে কাউসার, আমীর মোহাম্মদ নাসরুল্লাহ, লুলু ওয়াল মারজান, মো. শাহাদাত হোসেন, সাবিনা নার্গিস ও এস এম সোহরাব উদ্দিন।