দেশের ছোট অথচ প্রাচীন মসজিদগুলোর অন্যতম নওগাঁর মান্দা উপজেলার চৌজা গ্রামে অবস্থিত চৌজা মসজিদ। এক কক্ষবিশিষ্ট এই মসজিদে ইমামসহ সাতজন মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন।
পুরোনো এই মসজিদের স্থাপত্যরীতিতে সুলতানি আমলের ভাবধারার ছাপ সুস্পষ্ট। মসজিদটি ঠিক কত সালে কে নির্মাণ করেছিলেন, সে সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।
নওগাঁ জেলা তথ্য বাতায়ন ও মান্দা উপজেলা তথ্য বাতায়নেও মসজিদটি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য নেই। প্রত্নতত্ত্ব বিভাগের তথ্যমতে, সুলতানি আমলের স্থাপত্যরীতিতে তৈরি মসজিদটি অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে নির্মাণ করা হয়ে থাকতে পারে।