বাংলা বর্ষের বিদায় ও নববর্ষ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে চৈতালি ও বৈশাখী মেলার আয়োজন করা হয়। মেলায় অনেক কিছু পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মাটির তৈরি নানা রঙের হাঁড়ি, মাটির ঘোড়া, হাতি, ষাঁড়, পুতুল, মাছ, বাঁশের তৈরি কুলা, ডালা, ঝুড়ি, চালুন, মাছ ধরার চাঁই, খালই ইত্যাদি। বৈশাখী মেলায় আরও পাওয়া যায় বাঙ্গি, তরমুজ, মুড়িমুড়কি, জিলাপি, বাতাসা আর কদমা। সারা দেশের বিভিন্ন স্থানের মেলার চিত্র নিয়ে এই ছবির গল্প