পাকিস্তানের ক্রিকেটার আহমেদ শেহজাদ দাবি করেছেন, তিনি ‘দেখতে ভালা বলে’ দলের সিনিয়র ক্রিকেটাররা তাঁকে ভালোভাবে নিতেন না। তাঁর ভক্ত-সমর্থক বেড়ে যাওয়ার বিষয়টিও নাকি পাকিস্তান দলের সিনিয়র ক্রিকেটাররা মেনে নিতে পারেননি। শেহজাদ সতীর্থদের কাছ থেকে ঈর্ষার মুখোমুখি হওয়ার কথাগুলো শুনিয়েছেন আহমেদ আলী বাটের পডকাস্টে।
দলের কারও কারও তুলনায় দেখতে আকর্ষণীয় ছিলেন, যেটা অনেকে মানতে পারত না জানিয়ে শেহজাদ বলেন, ‘দেখতে ভালো হওয়াটাও অনেক সময় আমার জন্য সমস্যার কারণ হয়েছে। আমাদের জগতে, আপনি যদি দেখতে ভালো হন, সুন্দর পোশাক পরেন, ভালো কথা বলেন, কিছু মানুষ আপনাকে ঈর্ষা করতে শুরু করবে।’