দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৬ রানে হারিয়ে শিরোপার কাছাকাছি পৌঁছৈ গেলো লাল-সবুজ জার্সির প্রতিনিধিরা। আগামী ৩ ডিসেম্বর ফাইনালে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
পাকিস্তানের মাটিতে হওয়া এই বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করেছে চার দেশ! আগের তিন আসরের শিরোপাজয়ী ভারত এবার পাকিস্তানে খেলতে যায়নি। সবমিলিয়ে অনেকটা নিষ্প্রাণই ছিল এই টুর্নামেন্ট।
রবিবার প্রথম সেমিফাইনালে জয়ের জন্য শেষ ওভারে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ২৫ রান। কিন্তু তারা নিতে পেরেছে ১৮ রান। তাতেই ৬ রানের জয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে ঝড় তুলেছিল তারা। ওপেনিং জুটিতেই সালমান এবং আরিফের দৃঢ়তায় হয় ১৭৭ রান। মোহাম্মদ সালমান ছিলেন বেশি আগ্রাসী, ৪৯ বলে খেলেন ৯৭ রানের ইনিংস। সালমানের আউটের পর অন্য ওপেনার আরিফ রানের চাকা সচল রাখেন। ৫৬ বলে করেন ৮১ রান। ২০ ওভারে বাংলাদেশ তোলে ২৪৪ রান। জবাবে খেলতে নেমে ২৩৬ রানে থেমে যায় লঙ্কা।
এদিকে দিনের অন্য সেমিফাইনালে তিন বারের বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান ১০ উইকেটে হারিয়েছে নেপালকে।