পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি প্রাইভেট কারে চড়ে কিশোরগঞ্জ থেকে মাওয়া ঘাটের দিকে ঘুরতে যাচ্ছিলেন পান্না বণিক ও তাঁর স্বজনেরা। প্রাইভেট কারটি আজ সকালে সোয়া ছয়টার দিকে সিরাজদিখানের ধলেশ্বরী টোল প্লাজার কিছু আগে নদীয়া সেতুর ওপর উঠলে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি ক্ষতিগ্রস্ত হয়। প্রাইভেট কারে থাকা পান্না বণিক ও তাঁর স্বজনেরা বাইরে বের হয়ে এক্সপ্রেসওয়েতে দাঁড়ান। এ সময় অপর একটি কাভার্ড ভ্যান তাঁদের ধাক্কায় দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে তাঁদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে পান্না বণিক মারা যান।
স্বাস্থ্য কমপ্লেক্সটির জরুরি বিভাগের চিকিৎসক ক্যামেলিয়া সরকার প্রথম আলোকে বলেন, আজ সকাল ৬টা ৫০ মিনিটে ছয়জনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে এক নারী হাসপাতালে আনার আগেই মারা গেছেন। বাকি পাঁচজন শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।