Homeদেশের গণমাধ্যমেদুটি হজ প্যাকেজের ঘোষণা বুধবার, কমবে খরচ: ধর্ম উপদেষ্টা

দুটি হজ প্যাকেজের ঘোষণা বুধবার, কমবে খরচ: ধর্ম উপদেষ্টা


ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘২০২৫ সালের জন্য হজ প্যাকেজ ঘোষণা হবে বুধবার। গত বছরের তুলনায় এবার কমবে হজের খরচ। তবে এবার সরকারি খরচে কারও হজ করার সুযোগ থাকছে না।’

তিনি বলেন, ‘এবার দুটি হজ প্যাকেজ ঘোষণা করা হবে। একটি হবে পবিত্র কাবাঘর থেকে এক-দেড় কিলোমিটারের ভেতরে থাকার ব্যবস্থা, আরেকটি কাবাঘর থেকে আড়াই-তিন কিলোমিটারের ভেতরে থাকার ব্যবস্থা। আসা যাওয়ার জন্য পরিবহন ব্যবস্থা ও আরামে থাকার জন্য ভালো বাসার ব্যবস্থা থাকবে। আমরা প্যাকেজ দুটি চূড়ান্ত করেছি। খরচের তিনটি অংশ আছে। বিমান ভাড়া, মক্কা-মদিনায় থাকা-খাওয়ার খরচ আর সৌদি সরকারকে ফি দেওয়া। এবার হজের খরচ গতবারের চেয়ে কমবে। কত কমবে, জানানো হবে বুধবার।’

ধর্ম বিষয়ক উপদেষ্টার আগমন উপলক্ষে মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে দিনাজপুর শিশু একাডেমিতে সংবর্ধনা ও হজ-ওমরাহ বিষয়ক আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

অনেকে অর্থ বা সামর্থ্য থাকার পরও হজ করতে চান না উল্লেখ করে ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের উচিত সবার জন্য হজের আগ্রহ তৈরি করা। সরকারের টাকায় ফ্রি কেউ হজ করতে পারবেন না। কেবল মাত্র হজ ব্যবস্থাপনার সঙ্গে যারা জড়িত তারাই হজ করতে পারবেন সরকারি খরচে।’

আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাবিবুল হাসান, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, চেম্বারের পরিচালক সহিদুর রহমান পাটোয়ারী মোহন ও দিনাজপুর সম্মিলিত কওমি পরিষদের সভাপতি হযরতুল আল্লাম শামসুল হুদা খান।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত