Homeদেশের গণমাধ্যমেদুই হালি ডালিম ও এক হালি মাল্টা ৫০ হাজার

দুই হালি ডালিম ও এক হালি মাল্টা ৫০ হাজার


দেশে ডালিম চাষ না হলেও মাল্টা ফলের চাষ হয়। এ ফলগুলোর দাম দেশের মানুষের হাতের নাগালে। ডালিম ও মাল্টা ৩০০ থেকে ৪০০ টাকা কেজিতে পাওয়া যায়। তবে কখনো কি শুনেছেন দুই হালি ডালিম ও এক হালি মাল্টা ফলের দাম ৫০ হাজার টাকা!

বিষয়টি বিস্ময়কর হলেও সত্য। এক মাহফিলে দান করা দুই হালি ডালিম ও এক হালি মাল্টা ফল ৫০ হাজার টাকায় নিলামে বিক্রি হয়।

মঙ্গলবার (২১ জানুয়ারি) মধ্যে রাতে মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের জামেয়া ইসলামিয়া মরিছা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে ব্যতিক্রমী এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা জানান, জামেয়া ইসলামিয়া মরিছা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে দুই হালি ডালিম ও এক হালি মাল্টা ফল মধ্য রাতে মাহফিলের শেষ বক্তা শায়খুল হাদীস মুফতি মুশাহিদ ক্বাসেমী প্রকাশ্যে নিলামে তোলেন। নিলামের একপর্যায়ে সর্বোচ্চ দাম হাঁকিয়ে ৫০ হাজার টাকা দিয়ে ফল দুটি কেনেন আরব আমিরাত প্রবাসী মাওলানা শরিফ আক্তার হুসাইন।

ওয়াজ ও দোয়ার মাহফিলে অংশগ্রহণকারী শ্রোতারা বলেন, মাহফিল শেষে দোয়ার আগে ফলগুলো নিলামে তোলা হয়। ২ হাজার টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে। যারাই নিলামে অংশ গ্রহণ করেছেন সবার উদ্দেশ্য হলে ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা করা।

জামেয়া ইসলামিয়া মরিছা মাদ্রাসার মুহতামিম মাওলানা ফখরুল ইসলাম শাহীন বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেন, মাদ্রাসার বার্ষিক মহাসম্মেলনে মাদ্রাসার শুভাকাঙ্ক্ষীরা এই ফলগুলো দান করেন। পরে ফলগুলো নিলামে তোলা হলে ৫০ হাজার টাকায় বিক্রি হয়। মূলত এই ফল এত দামে বিক্রি হওয়ার কারণ হলো মাদ্রাসায় সহযোগিতা করা।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত