আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের অভিষেকে একই ওভারে দুই হাতে বল করে ইতিহাস গড়লেন কামিন্দু মেন্ডিস। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি।
১৩তম ওভারে বল দেওয়া হয় শ্রীলঙ্কার অলরাউন্ডারকে।প্রথম তিন বল তিনি করেন বাঁহাতি স্পিন, আর পরের তিন বল করেন অফস্পিন। বেশ ভালো লেন্থে বল করেন, ব্যাটাররাও সুবিধা করতে পারেননি। চতুর্থ বলে তো ডানহাতি ব্যাটার আংক্রিশ রাঘুবংশীকে ফেরান। ৩২ বলে ৫০ রান করে হার্শাল প্যাটেলের শিকার হন তিনি।
এর আগে গত বছর টি-টোয়েন্টিতে সূর্যকুমার যাদব ও রিশাভ পান্তের বিপক্ষে সিনিয়র আন্তর্জাতিক ম্যাচে দুই হাতে বল করেন কামিন্দু।
এক ওভার বলই করেছেন কামিন্দু। রঘুবংশীর আউটের কারণে ক্রিজে জুটি বাঁধেন দুই বাঁহাতি রিংকু সিং ও ভেঙ্কটেশ আইয়ার।