Homeদেশের গণমাধ্যমেদুই পাকিস্তানিতে সবার আগে প্লে–অফে রংপুর

দুই পাকিস্তানিতে সবার আগে প্লে–অফে রংপুর


শুরুটা করেছিলেন একটু ধীরে সুস্থে। কিছুটা থিতু হয়ে বেশি আক্রমণাত্মক হয়ে ওঠেন ১৫তম ওভারে। কিংসের বাঁহাতি পেসার মারুফ মৃধাকে মারেন পরপর তিন ছক্কা। ১৮তম ওভারে ঝড়টা গেছে খুশদিলেরই স্বদেশি পেসার মোহাম্মদ ওয়াসিমের ওপর দিয়ে।

২৫ রান আসা ওই ওভারে খুশদিল মারেন তিনটি বিশাল ছক্কা, সঙ্গে একটি চারও। অবশ্য খুশদিল আউটও হয়েছেন সেই ওভারের শেষ বলে। ওয়াসিমের বাউন্সারে পুল করতে গেলে ব্যাটের কিনারায় লেগে আকাশের দিকে উঠে যায় বল। একটু এগিয়ে ওয়াসিম নিজেই নিয়েছেন অনেক ওপরে ওঠা ক্যাচটা, তার আগের বলগুলোতে মার খাওয়ার ঝাল মেটাতে বল আছড়ে ফেলেছেন মাটিতে।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত