জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২৩:১৭, ৩০ মার্চ ২০২৫
পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে দুই দিনে রাজধানী ঢাকা ছেড়েছেন প্রায় ৪১ লাখ মোবাইল সিম ব্যবহারকারী।
রবিবার (৩০ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ফেসবুক পোস্ট থেকে এই তথ্য জানা গেছে।
ফেসবুক পোস্টে তিনি গত দুই দিনে সব মোবাইল অপারেটরের হিসাব তুলে ধরে জানান, ঈদের ছুটির দুই দিনে কী পরিমাণ মানুষ ঢাকা ছেড়েছেন।
তার দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার (২৮ মার্চ) ঢাকা ছেড়েছেন ১৮ লাখ ৯৯ হাজার ৫৩৭ সিম ব্যবহারকারী । শনিবার (২৯ মার্চ) ঢাকা ত্যাগ করেছেন ২১ লাখ ৯৫ হাজার ৮৪ জন সিমধারী।
২৮ মার্চ ঢাকায় প্রবেশ করেন ৬ লাখ ১২ হাজার ৩৩২টি সিম ব্যবহারকারী এবং ২৯ মার্চ ৫ লাখ ৮৮ হাজার ৪ সিমধারী।
রবিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
ঢাকা/হাসান/রাসেল