প্রকাশিত: ১৮:৩৬, ২০ জানুয়ারি ২০২৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বলে কথা। অনেক অবিশ্বাস্য বিষয়ও এখানে অতি সাধারণ। এই যেমন আগের দিন সেঞ্চুরি পাওয়া ব্যাটার এনামুল হক বিজয়কে সরিয়ে দেওয়া হয় ‘আবেগে ভেঙে পড়ার’ মতো অদ্ভুত কারণে।
সোমবার (২০ জানুয়ারি, ২০২৫) ম্যাচের দুই ঘন্টা আগে এমন সিদ্ধান্ত জানানোর সঙ্গে সঙ্গে তাসকিন আহমেদকে নতুন অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করে দুর্বার রাজশাহী।
চিটাগং কিংসের বিপক্ষে অধিনায়ক তাসকিনের যাত্রা শুরু হয়েছে টস জয় দিয়ে। এদিন রাজশাহী টস জিতে ফিল্ডিং নেয়। এখন পর্যন্ত ৮ ম্যাচে ৩ জয় পাওয়া ফ্র্যাঞ্চাইজিটিকে কোয়ালিফাই করতে হলে কঠিন পথ পাড়ি দিতে হবে।
এদিকে টানা দুই হারের পর জয়ের খোঁজে আছে স্বাগতিক দল চিটাগং। এখন পর্যন্ত ৭ ম্যাচে চার জয়ে তৃতীয় স্থানে আছে স্বাগতিক শিবির। আজকে জয় পেলে কোয়ালিফায়ারের পথে একধাপ এগিয়ে যাবে চিটাগং।
ঢাকা/রিয়াদ/আমিনুল