Homeদেশের গণমাধ্যমেদুই গোলে এগিয়ে থেকেও ম্যানসিটির ড্র

দুই গোলে এগিয়ে থেকেও ম্যানসিটির ড্র


নভেম্বর, ডিসেম্বরে লিগে ৬ ম্যাচ হারের পর ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিল ম্যানচেস্টার সিটি। এভারটনের সঙ্গে ড্রয়ের পর হারিয়েছিল লেস্টার সিটি আর ওয়েস্ট হ্যামকে। কিন্তু ব্রেন্টফোর্ডের কাছে গিয়ে আবার পয়েন্ট হারিয়েছে পেপ গার্দিওলার। তাও আবার শুরুতে দুই গোলের অগ্রগামিতা পেয়ে! ম্যাচটা শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছে সিটিজেনরা। 

ড্রয়ের ফলে টেবিলে ষষ্ঠস্থানেই রয়ে গেছে সিটি। তাদের পয়েন্ট ৩৫। লিভারপুলের চেয়ে পিছিয়ে ১২ পয়েন্টে। যারা একই দিন নটিংহাম ফরেস্টের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। অন্য ম্যাচে চেলসিও বোর্নমাউথের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে। 

প্রথমার্ধে সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি সিটি। বিরতির পর ৫০ মিনিটে সিটি উইঙ্গার সাভিনহো ডেডলক ভাঙার কাছে চলে গিয়েছিলেন। শেষ পর্যন্ত সেটা গিয়ে আঘাত করছে পোস্টে! দুই মিনিট পর স্কোর করার সুর্বণ সুযোগ হাতছাড়া করেন আর্লিং হাল্যান্ডও। তিনি সরাসরি গোলকিপারের কাছে হেড করে বসেন। অবশেষে ব্রেক থ্রু আসে ৬৬ মিনিটে। কেভিন ডি ব্রুইনার কাছ থেকে পাওয়া বলে দারুণ ভলিতে জাল কাঁপান ফোডেন। ১২ মিনিট পর ফোডেন দ্বিতীয় গোল তুলে নিলে তখনই ম্যাচটা একভাবে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু শেষ দশ মিনিটে হঠাৎ করেই ম্যাচে প্রাণ ফেরান ব্রেন্টফোর্ডের ভিসা। ক্লোজ রেঞ্জের শটে ব্যবধান কমান তিনি। ম্যানসিটির ডিফেন্ডাররা তার পর লিড ধরে রাখতে চেষ্টা করে যাচ্ছিল। কিন্তু ব্রেন্টফোর্ড যেভাবে ত্রাস ছড়াচ্ছিল সেটাতে পুরোপুরি সতর্ক ছিল না তারা। যার মাশুল দিয়েছে যোগ হওয়া সময়ের দ্বিতীয় মিনিটে। ডেনমার্কের নোগরার্দ দ্বিতীয় গোল তুলে নিলে ম্যাচটা শেষ হয় ২-২ সমতায়। 

লিভাপুর অবশ্য শুরুতেই গোল হজম করে বসে। দারুণ মৌসুম কাটানো নটিংহ্যাম ফরেস্ট আট মিনিটেই অগ্রগামিতা পায় ক্রিস উডের গোলে। তার পর আরেকটি হারেরও শঙ্কা জাগে লিভারপুল শিবিরে। গত সেপ্টেম্বরে এই ফরেস্টের কাছেই মৌসুমে লিগের একমাত্র হার দেখেছিল তারা। ৬৬ মিনিটে কর্নার থেকে পাওয়া হেডে দলকে উদ্ধার করেন জোটা। 

শেষ দিকে জোটা ও মোহাম্মদ সালাহ জয় সূচক গোলের কাছে পৌঁছেও গিয়েছিল। কিন্তু তাদের রুখে দেন ফর্মে থাকা গোলকিপার মাটজ সেলস! 

এই ড্রয়ে লিভারপুল ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও দুইয়ে থাকা ফরেস্টের সঙ্গে ব্যবধান হয়ে গেছে ৬ পয়েন্টের। ফরেস্টের সংগ্রহ ৪১। 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত