দ্য রক-খ্যাত রেসলার এবং জনপ্রিয় অভিনেতা ডোয়াইন জনসন। যত বড় তারকাই হোন না কেন, সন্তানদের কাছে তিনি শুধুই একজন বাবা। আর তাইতো তার ওপর সন্তানদের বায়নার যেন শেষ নেই।
তারই সর্বশেষ প্রতিচ্ছবি মিলেছে রবিবার (১৯ জানুয়ারি) অভিনেতার ইনস্টাগ্রামে। যেখানে তিনি প্রকাশ করেছেন ছোট্ট একটি ভিডিও ক্লিপ। যেটি তিনি মুঠোফোনে ধারণ করেছেন গতকালই (১৮ জানুয়ারি)। ভিডিওটি দেখে যে কারও মন ভালো হতে বাধ্য। সেখানে দেখা যায়, ডোয়াইনের দুই কন্যা তাকে ইচ্ছেমতো আইশ্যাডো, লিপস্টিক দিয়ে সাজাচ্ছেন। বিপরীতে ডোয়াইনকে লাগছিলো অদ্ভুত। এবং তিনি সেই মুহূর্তটি বেশ উপভোগ করছিলেন। বাবাকে এভাবে ইচ্ছেমতো সাজানোর সুযোগ পেয়ে ডোয়াইন-কন্যারা যে খুব খুশি, সেটিও অনুমান করা যাচ্ছিলো ভিডিওতে। ভিডিওর ক্যাপশনে মেয়েদের এমন পাগলামি প্রসঙ্গে দ্য রক লিখেছেন, ‘‘তারা যেন টর্নেডোর মতো! আমার ছোট্ট দুটি মেয়ে জ্যাজি ও টিয়া বললো, ‘বাবা, আমরা কি তোমার চোখের ওপর একটু আইশ্যাডো লাগাতে পারি?’ আমি তাদের বললাম, ‘হ্যাঁ, কিন্তু তাড়াতাড়ি করো। এমনভাবে করো যেন আমাকে কুল দেখায়। কারণ আমাকে জিমে যেতে হবে।’’
এরপর তিনি লিখেছেন, ‘আরে, আমি জানি ওরা সবসময় ছোট থাকবে না কিংবা বড় হলে বাবার সাথে সময় কাটাতে পছন্দ নাও করতে পারে। কিন্তু ওরা সবসময় আমার বাচ্চা মেয়েই থাকবে। তাই আমি সারাদিন এই অপমান সহ্য করবো।’
লেখার সাথে ভালোবাসা ও হাসির ইমোজি যোগ করেছেন ডোয়াইন।
একদম শেষে ডোয়াইন লিখেছেন, ‘আমার মাথায় লিপস্টিক ভেঙে এবং তারপর নেইলপলিশ দিয়ে রঙ করে মজা নেওয়া হচ্ছে।’
ভিডিওতে তিনি ‘দ্য সং অব সাইলেন্স’ এবং হ্যাশট্যাগ হিসেবে ‘পাপা বিয়ার ডিউটিস’ যুক্ত করেছেন। এদিকে বাবার সঙ্গে সন্তানদের এমন মুহূর্তের প্রশংসা করেছেন অনেকেই। ভিডিওর নিচে সুন্দর সুন্দর মন্তব্য করেছেন সবাই। তারমধ্যে একটি মন্তব্য করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। লিখেছেন, ‘ইউ আর বিউটিফুল।’
ডোয়াইনের সঙ্গে প্রিয়াঙ্কার সখ্যতা বেশ পুরনো। তারা একসঙ্গে ‘বেওয়াচ’ সিনেমায় অভিনয় করছিলেন। বলা দরকার, ডোয়াইনের তিন মেয়ে। প্রাক্তন স্ত্রী ড্যানি গার্সিয়ার সাথে সিমোন জনসন ও বর্তমান স্ত্রী লরেন হ্যাশিয়ানের সাথে ৯ বছর বয়সী জেসমিন (জ্যাজি) এবং ৬ বছর বয়সি টিয়ানা (টিয়া)।
চলতি বছরে ডোয়াইনকে ‘দ্য স্ম্যাশিং মেশিন’ সিনেমায় দেখা যাবে।