খাগড়াছড়ির গুইমারা উপজেলার দুর্গম পাহাড়ের দুই একর জমিতে গোপনে চাষ করা হয়েছিল গাঁজার। গোপন সূত্রে গাঁজার খেতটির সন্ধান পায় সেনাবাহিনী। এরপর আগুন দিয়ে খেতটি ধ্বংস করা হয়।
আজ মঙ্গলবার সকালে উপজেলার তিন্দুকছড়ি এলাকার ওই গাঁজা খেতটিতে আগুন দেওয়া হয়েছে। এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে খেতটির খোঁজ পায় সেনাবাহিনী। সিন্দুকছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল শামসের নির্দেশে উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক তাসনিম অভিযানের নেতৃত্ব দেন।