কেজরিওয়ালকে অবশ্য সরকার চালাতে বারবার বাধা পেতে হয়েছে উপরাজ্যপালের দিক থেকে। দিল্লি রাজধানী বলে এই কেন্দ্রশাসিত অঞ্চলের উপরাজ্যপালকে প্রভূত ক্ষমতা দেওয়া হয়েছে। নির্বাচিত সরকারের যেকোনো নির্দেশ কার্যকর হতে উপরাজ্যপালের সম্মতি প্রয়োজন। সে নিয়ে মুখ্যমন্ত্রী–উপরাজ্যপালের সংঘাত চলছে নিয়মিত। এমনিতেই দিল্লির পুলিশ ও জমি কেন্দ্রের অধীনে। এই দুই ক্ষেত্রে কেন্দ্রীয় সিদ্ধান্তই চূড়ান্ত। নতুন আইনের ফলে এখন মূল ক্ষমতা উপরাজ্যপালের কুক্ষিগত। ভোট হবে এই সংঘাত ও অসহযোগিতার আবহে।
এই ভোটে আম আদমি পার্টির নির্বাচনী স্লোগান ‘ফির লায়েঙ্গে কেজরিওয়াল’ এবং বিজেপি বেছে নিয়েছে পরিবর্তনের স্লোগান, ‘বদলকে রহেঙ্গে’। কংগ্রেস যদিও এখনো দিশাহারা। স্লোগানহীন।