ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমাদের দায়িত্ব হচ্ছে আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনার জন্য যাঁরা নির্বাচিত হবেন, তাঁদের পথকে মসৃণ করা, সুগম করা। আমাদের ঐক্যের প্রয়োজন। আমরা যদি একে অপরের হাত ধরে সামনে এগোতে পারি, তাহলে সুখী, সমৃদ্ধিশালী ও বৈষম্যহীন বাংলাদেশ উপহার দিতে পারব।’
উপদেষ্টা আরও বলেন, ‘জুলাই বিপ্লব অসাধারণ ঘটনা। এক হাজারের অধিক প্রাণ দিয়েছেন। হাজার হাজার ছাত্র-জনতা রক্ত দিয়েছেন। তাঁদের রক্ত বৃথা যাবে না। তবে আমাদের সতর্ক থাকতে হবে। স্বার্থবাদী চক্র এ দেশকে অস্থিতিশীল, এ দেশকে আবার শেষ করে দিতে চায়।’