Homeদেশের গণমাধ্যমেদিনাজপুরে ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

দিনাজপুরে ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর



দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৮, ২০ ডিসেম্বর ২০২৪  


দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকচাপায় মাধব রায় (২৪) ও দিপু রায় (৩০) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ দিকে উপজেলার দশমাইল ঠাকুরগাঁও মহাসড়কে কবিরাজ হাটের পাশে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত দুজন দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার মাশালপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, সকালে ঠাকুরগাঁও জেলার নারগুনে খেজুরের রস খেয়ে বাড়ি ফেরার পথে বীরগঞ্জ কবিরাজ হাট এলাকায় আসলে মোটরসাইকেলটিকে চাপা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই মাধব রায় নিহত হন। আর আহত দিপু রায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

দশ মাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনারা সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও ঘাতক ট্রাককে আটক করা হয়েছে। 

এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ঢাকা/মোসলেম/ইমন





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত