Homeদেশের গণমাধ্যমেদিনাজপুরে আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতাকর্মী গ্রেফতার

দিনাজপুরে আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতাকর্মী গ্রেফতার


দিনাজপুরের বিরামপুরে হত্যা মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে তাদের গ্রেফতার করে বিরামপুর থানায় নিয়ে আসে পুলিশ। শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার দুজন হলেন- এজাহারভুক্ত পলাতক আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা সভাপতি আব্দুর রাজ্জাক (৩২) এবং জোতবানী ইউনিয়ন আওয়ামী লীগকর্মী আওরঙ্গজেব চৌধুরী বাদশা(৫৯)। তারা বিরামপুর উপজেলার বাসিন্দা। 

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শরিফুল ইসলাম জানান, উপজেলার কাটলা হাইস্কুল মাঠে ২০২২ সালের ৫ জানুয়ারি মারপিটে রশিদুল নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এই ঘটনায় গত বছরের ২৫ অক্টোবর বিরামপুর থানায় একটি হত্যা মামলা হয়। সেই মামলায় এজাহারভুক্ত ৯৩নং আসামি আব্দুর রাজ্জাক এবং ১৯নং আসামি বাদশাকে বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। এই দুজনসহ এই মামলায় এখন পর্যন্ত ২২ জন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, গ্রেফতার আসামিদের শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত