Homeদেশের গণমাধ্যমেদাবানলে পুড়ে গেছে মেল গিবসনের বাড়ি!

দাবানলে পুড়ে গেছে মেল গিবসনের বাড়ি!


আমেরিকার লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া দাবানলে ঘর পুড়েছে অনেক মানুষের। এখনও দাবানলের লেলিহান শিখা জ্বলছে দাউ দাউ করে। সাধারণ মানুষের মতো হলিউড তারকাদের ঘর-বাড়িও রেহায় পাচ্ছে না। অনেক তারকার মতো ‘ব্রেভহার্ট’খ্যাত অভিনেতা মেল গিবসনের বাড়িও আগুনে পুড়ে গেছে। খবর দ্য হলিউড রিপোর্টার।    

গিবসনের বাড়ি যখন পুড়ছিলো, তখন তিনি অস্টিনে একটি পডকাস্টের রেকর্ডিং করছিলেন। সেখান থেকেই জানতে পারেন বাড়ি পুড়ে যাওয়ার খবর।    

অস্কারজয়ী অভিনেতা জানিয়েছেন, মালিবুতে তার সকল সম্পত্তি পুড়ে গেছে। তিনি এটির জন্য ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের সমালোচনা করেছেন। নিউজ ন্যাশনের এলিজাবেথ ভার্গাস রিপোর্টের কাছে এই অভিনেতা বলেন, ‘এটা খুবই ধ্বংসাত্মক এবং কষ্টদায়ক।’

বাড়ি ও সম্পত্তি হারিয়ে গিভসনের কণ্ঠে ঝড়ে পড়ে হাহাকার। তিনি বলেন, ‘জিনিসপত্রের বোঝা থেকে আমি মুক্ত, কারণ সবকিছুই পুড়ে গেছে।’  

‘ব্রেভহার্ট’ তারকা জানিয়েছেন, প্রায় ১৫ বছর ধরে এই বাড়িতে তিনি বসবাস করছেন। তবে গিবসনের পরিবার বাড়িতে আগুন লাগার আগেই এলাকা ছেড়েছিলেন। তারা সবাই নিরাপদে আছেন। দাবানলে পুড়ে গেছে মেল গিবসনের বাড়ি! বলা প্রয়োজন, গিবসন ছাড়াও হলিউড তারকা প্যারিস হিলটন, বিলি ক্রিস্টালের বাড়ি পুড়েছে দাবানলে। এমনকি অভিনেতা স্যার অ্যান্থনি হপকিন্স, জন গুডম্যান, আনা ফারিস, ক্যারি এলওয়েস তাদের বাড়ি হারিয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, লস অ্যাঞ্জেলেস ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলের মুখোমুখি হয়েছে। এখন পর্যন্ত এই দাবানলে প্রায় ৩১ হাজার একর জমি পুড়েছে। সরিয়ে নেওয়া হয়েছে ১৮০ হাজার মানুষকে।  





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত