Homeদেশের গণমাধ্যমেদাবানলের লস অ্যাঞ্জেলেসে অলিম্পিক হবে কীভাবে

দাবানলের লস অ্যাঞ্জেলেসে অলিম্পিক হবে কীভাবে


অলিম্পিক গেমসের কোনো ভেন্যু এখন পর্যন্ত সরাসরি ক্ষতিগ্রস্ত না হলেও কয়েকটির অবস্থান অগ্নি-সতর্কতা অঞ্চলের কাছাকাছি। যেমন অলিম্পিক গলফের ভেন্যু রিভেইরা কান্ট্রি ক্লাব, আর্চারি, বিএমএক্স ও স্কেটবোর্ডিংয়ের ভেন্যু সেপুলভেদা বেসিন রিক্রিয়েশন এরিয়া।

তবে স্বস্তিদায়ক খবর হচ্ছে, অতীত ইতিহাস বলছে অলিম্পিক গেমসের বেশির ভাগ ভেন্যুতে চলমান দাবানল ছড়িয়ে পড়া বা পুনরাবৃত্তির সম্ভাবনা খুবই কম। আর ২০২৮ অলিম্পিক হবে জুলাইয়ে, যখন সান্তা অ্যানা নামের বাতাস বইতে দেখা যায় না। এ বছরের দাবানল বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ার বড় কারণই সান্তা অ্যানা নামের ঝোড়ো বাতাস। আর ১৯৮৪ ও ১৯৩২ সালে দুবার অলিম্পিক গেমস আয়োজনের অভিজ্ঞতাও আছে লস অ্যাঞ্জেলেসের।

তবে কেউ কেউ এখনই ২০২৮ অলিম্পিক গেমসের ভেন্যু বদলে ফেলতে পরামর্শ দিয়েছেন। যেমন মিডিয়া ব্যক্তি চার্লি কার্ক। এই এক্স বার্তায় টার্নিং পয়েন্ট ইউএসএ’র এই প্রতিষ্ঠাতা ও সিইও বলেছেন, লস অ্যাঞ্জেলেসে অলিম্পিক বাতিল করে এটি ডালাস বা মায়ামিতে স্থানান্তর করা হোক। চলচ্চিত্রনির্মাতা ও লেখক জাস্টিন বেটমানও লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিকের জন্য প্রস্তুত হতে পারবে না লিখে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেছেন।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত