Homeদেশের গণমাধ্যমেদলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার


দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে যশোরের মনিরামপুরে বিএনপি নেতা আরজান আলীকে বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

শনিবার (২২ মার্চ) মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পেশিশক্তি প্রদর্শনপূর্বক দলের শক্তি প্রয়োগ করে বিভিন্ন শ্রেণি-পেশার তথা সনাতন ধর্মাবলম্বীর ওপর জুলুম-নির্যাতনের মাধ্যমে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে আরজান আলীকে সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার অপকর্মের কোনো দায়-দায়িত্ব দল নেবে না। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হলো।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু জানান, মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের পরামর্শে আরজান আলীর বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করা হয়। তদন্ত টিমের প্রতিবেদনে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত