এত দিন টেইলারিং শপ ও টেইলার্সে ভ্যাটের হার ছিল ১০ শতাংশ। এখন সেটি বাড়িয়ে ১৫ শতাংশ করেছে এনবিআর। ফলে টেইলারিং শপ ও টেইলার্সে ২ হাজার টাকার একটি পোশাক বানাতে ৩০০ টাকা ভ্যাট দিতে হবে। এত দিন সেটি ছিল ২০০ টাকা। তার মানে খরচ বাড়বে ১০০ টাকা।
দরজি দোকানে পোশাক বানালে ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে। আপনি ভাবলেন, তাহলে টেইলার্সে বানানোর ঝামেলায় না গিয়ে রেডি বা তৈরি পোশাক কিনে ফেললে তো পয়সা সাশ্রয় হয়। না, তেমনটি ভাবার কোনো কারণ নেই। ব্র্যান্ড ও নন–ব্র্যান্ড সব ধরনের তৈরি পোশাকের দোকানেও ভ্যাট বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। আগে এসব দোকানে ভ্যাট ছিল সাড়ে ৭ শতাংশ। এখন সেটি ১৫ শতাংশ করা হয়েছে। তার মানে পোশাক কেনা কিংবা বানানো উভয় ক্ষেত্রেই ভোক্তার খরচ বাড়বে।