Homeদেশের গণমাধ্যমেদক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টকে বাসভবন থেকে গ্রেপ্তারের চেষ্টা, বিক্ষোভকারী ও নিরাপত্তাকর্মীদের বাধা

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টকে বাসভবন থেকে গ্রেপ্তারের চেষ্টা, বিক্ষোভকারী ও নিরাপত্তাকর্মীদের বাধা


ঘটনাস্থলে থাকা এএফপির সাংবাদিকেরা জানান, জ্যেষ্ঠ কৌঁসুলি লি দায়ে হুয়ানসহ তদন্তকারী কর্মীরা কড়া নিরাপত্তাবেষ্টনী পার হয়ে ওই বাসভবনের ঢোকার চেষ্টা করছেন। দক্ষিণ কোরিয়ার ইওনহাপ সংবাদ সংস্থার খবর বলছে, ইওলের বাসভবনের ভেতরে থাকা সেনাবাহিনীর একটি দল তাঁদের প্রতিহত করেছে। প্রেসিডেন্টের নিরাপত্তাকর্মীরা তদন্তকারীদের পরোয়ানা মানবে কি না তা স্পষ্ট নয়। প্রেসিডেন্টের নিরাপত্তাকর্মীরা এর আগে ইওলের বাসভবনে পুলিশের প্রবেশের চেষ্টা প্রতিহত করেছে।

ইওলের আইনজীবী ইওন ক্যাপ কিউন বলেছেন, বেআইনি পরোয়ানা কার্যকর করা বৈধ নয়।

ঘটনাস্থলে থাকা এএফপির সংবাদকর্মী জানিয়েছেন, প্রেসিডেন্টের বাসভবন চত্বরে পুলিশের বেশ কয়েকটি বাস, কয়েকশ পুলিশকে অবস্থান নিতে দেখা গেছে।

গতকাল বৃহস্পতিবার ইওলের সমর্থকদের সঙ্গে ইওল বিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২ হাজার ৭০০ পুলিশ ও ১৩৫টি পুলিশের বাস ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত