Homeদেশের গণমাধ্যমেদক্ষিণ কোরিয়ার অতি সুরক্ষিত প্রেসিডেন্ট কার্যালয় প্রাঙ্গণে উড়ে এল উত্তর কোরিয়ার বেলুন

দক্ষিণ কোরিয়ার অতি সুরক্ষিত প্রেসিডেন্ট কার্যালয় প্রাঙ্গণে উড়ে এল উত্তর কোরিয়ার বেলুন


উত্তর কোরিয়ার আবর্জনাভর্তি একটি বেলুন আজ বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় প্রাঙ্গণে উড়ে এসে পড়েছে।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের প্রেসিডেন্ট কার্যালয় প্রাঙ্গণে এসে পড়া বেলুনটি উত্তর কোরিয়া থেকে পাঠানো হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সিউলের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ওই বেলুনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল ও তাঁর স্ত্রীকে বিদ্রূপ করে লেখা প্রচারপত্রও ছিল।

দক্ষিণ কোরিয়ার কিছু গোষ্ঠী দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়ার বিরুদ্ধে অপপ্রচার ছড়াচ্ছে। সাধারণত প্রচারপত্রভর্তি বেলুন, মার্কিন ডলার এবং কখনো দক্ষিণ কোরিয়ার পপ গান ও নাটকভর্তি ইউএসবি ড্রাইভের মাধ্যমে ছড়ানো হয় এসব অপপ্রচার। উত্তর কোরিয়ায় এসব নাটক ও গানের ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত