দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হওয়া বিমানটি মার্কিন বিমান নির্মাতা কোম্পানি বোয়িংয়ের তৈরি। রবিবার (২৯ ডিসেম্বর) এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার এয়ারলাইন জেজু এয়ার জানিয়েছে, বিমানটি ছিল বোয়িং-এর তৈরি ৭৩৭-৮০০ মডেলের। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
জেজু এয়ারের সিইও কিম ই-বাই রবিবারের বিমান দুর্ঘটনার শিকারদের প্রতি দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন। এক সংক্ষিপ্ত মিডিয়া ব্রিফিংয়ে তিনি বলেছেন, শোকাহত পরিবারগুলোর সহায়তাকে বর্তমানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
শোকবার্তা জানিয়েছে নির্মাতা কোম্পানি বোয়িংও। তারা দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারের সঙ্গে যোগাযোগ রাখছে বলে জানিয়েছে।
জেজু এয়ারের ফ্লাইট ৭সি২২১৬ বিমানটি ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়ায় ফিরছিল।
বিমান দুর্ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্রের ফেডারাল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।
দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার ঠিক আগে বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার থেকে বিমানের জন্য পাখির আঘাতের সতর্কতা পাঠানো হয়েছিল।তারা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।