সনজিত আচার্য চট্টগ্রামের পটিয়ায় ছাপোরা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। ৫ ভাই ২ বোনের মধ্যে তিনি চতুর্থ।
ছোটবেলা থেকে গানের সঙ্গে নিজেকে জড়িয়ে নেন সনজিত আচার্য। তিনি লোকগান, আঞ্চলিক গান, হালদাফাডা গান, ভান্ডারি গানসহ বিভিন্ন ঘরানার গান নিয়ে কাজ করেছেন। তাঁর লেখা ও সুর করা গান এখনো মানুষের মুখে মুখে ফেরে। এক হাজারের বেশি গানের রচয়িতা সনজিত আচার্য।
চট্টগ্রামের আঞ্চলিক ও লোকগানের সঙ্গে গবেষণায় যুক্ত সাংবাদিক নাসির উদ্দিন হায়দার বলেন, সনজিত আচার্য লোক ও আঞ্চলিকের কালজয়ী অনেক গানের স্রষ্টা। ১৯৭৮ সালে তাঁর গান প্রথম গ্রামোফোন রেকর্ডে আসে। কল্যাণী ঘোষের সঙ্গে দ্বৈতভাবে দুটি গান তখন রেকর্ড হয়। ওই গান দুটি ছিল ‘গুরা গুরা কথা হই বাগানের আডালে’ এবং ‘সত্য গরি হও না কক্সবাজার লই যাইবা’। এরপর শত শত অ্যালবাম বের হয় সনজিত আচার্যের। তিনি সংগীত পরিচালনার সঙ্গেও যুক্ত ছিলেন। সনজিত আচার্য লেখা দুটি নাটক সাম্পানওয়ালা ও সোনাই বন্ধু নিয়ে চলচ্চিত্র নির্মিত হয় বলেও জানান নাসির উদ্দিন হায়দার।