Homeদেশের গণমাধ্যমেত্রিদেশীয় সিরিজের ভেন্যু পাল্টালো পাকিস্তান

ত্রিদেশীয় সিরিজের ভেন্যু পাল্টালো পাকিস্তান


আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। ৮ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া চার ম্যাচের এই সিরিজের ভেন্যু ছিল মুলতানে। কিন্তু লাহোর ও  করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির দুটি ভেন্যু প্রস্তুত হয়ে যাওয়ায় সেখানেই সিরিজটি সরিয়ে নিলো পাকিস্তান।

নতুন করে সংস্কার করা হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ও করাচির জাতীয় স্টেডিয়াম। পিসিবি চায় ত্রিদেশীয় সিরিজ দিয়ে এই দুটি মাঠের প্রস্তুতিটা যাচাই করতে।

এই মৌসুমে দুটি স্টেডিয়ামেই চলেছে বড় ধরনের সংস্কার কাজ। এ কারণে এই মৌসুমে সাত টেস্টের একটিও হয়নি গাদ্দাফি কিংবা জাতীয় স্টেডিয়ামে। করাচিতে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট হওয়ার কথা থাকলেও তা মুলতানে সরানো হয়েছে। এই মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্টও তারা আয়োজন করবে একই ভেন্যুতে।

গাদ্দাফি স্টেডিয়ামে ধারণক্ষমতা বাড়িয়ে ৩৫ হাজার করা হয়েছে। দুটি নতুন ডিজিটাল রিপ্লে স্ক্রিন লাগানো হয়েছে। একই সংস্কার করা হয়েছে করাচির স্টেডিয়ামেও। চ্যাম্পিয়ন্স ট্রফির আরেক ভেন্যু রাওয়ালপিন্ডিতে ছোটখাটো পরিবর্তন আনা হয়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ ম্যাচের অন্তত ১০টি এবং সম্ভাব্য ১১ ম্যাচ খেলা হবে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে। ভারতের সবগুলো ম্যাচ ও একটি সেমিফাইনাল হবে দুবাইয়ে। যদি ফাইনালে ভারত ওঠে, তবে সেটিও হবে মধ্যপ্রাচ্যের দেশটিতে। 





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত